মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের ভিতরে শিমুল শিহাব তার মেয়ে বন্ধুকে নিয়ে আড্ডা দেওয়ার মাথায় অজ্ঞাত যুবকের ব্যাডের আঘাতে রাজশাহী কলেজের শিমুল শিহাব নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে রাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। নিহত শিমুল শিহাব রাজশাহী কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকার জামাল হোসেনের ছেলে।
নিহত শিমুল শিহাব বান্ধবী জান্নাতুল ফেরদৌস মিষ্টি জানায়, শুক্রবার রাতে রাবির সায়েন্স ভবনের সামনে বসে তারা আড্ডা দিচ্ছিলেন। হটাৎ অজ্ঞাত যুবক এসে আমাকে ধাক্কা দেয় এবং শিমুল শিহাবের মাথায় ব্যাড দিয়ে আঘাত করে। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে রাবি মেডিকেল সেন্টারে নেওয়া হয়।সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল রামেক (রামেক) হাসপাতালের জরুরী বিভাগেনেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মারধরের সাথে জড়িত কাউকে চিনতে পারেনি তিনি বলে জানান তার বান্ধবী।
এদিকে, রাজশাহী কলেজের শিমুল শিহাব নামের এক শিক্ষার্থীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় নাকি মারধরে মারা গেছেন সেটা নিয়ে চলছে আলোচনা। তবে কর্তব্যরত চিকিৎসক বলছেন, শরীরে আঘাতের তেমন চিহ্ন পাওয়া যায়নি। তাকে ফিজিক্যাল অ্যাসল্ট ব্রডডেথ হিসেবে হাসপাতালে আনা হয়েছিল।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক মাহমুদৃুল হাসান জানান, ক্যাম্পাস থেকে রাত ১১টার দিকে একটি ছেলেকে হাসপাতালে আনা হয়েছিল। প্রথমে সড়ক দুর্ঘটনার কথা বলে লুকাচ্ছিল। পরে জেরার মুখে মারামারি করে মৃত্যু হয়েছে বলে জানায়। তাকে ফিজিক্যাল অ্যাসালড ব্রডডেথ হিসেবে পেয়েছেন। শরীরের বাইরের অংশে মেজর কোনো ক্ষতের দাগ পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুরর রহমান বলেন, ক্যাম্পাসের ভিতরে শিমুল তার মেয়ে বন্ধুকে নিয়ে সায়েন্স ভবনের দিকে বসে আড্ডা দিচ্ছিল। একপর্যায়ে প্রক্টর দপ্তরের গাড়ি দেখে তারা বাইক নিয়ে পালাতে যান। এসময় ওই তরুণ রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। এরপর রামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া অন্য কোনো ঘটনা আছে কিনা তা খোঁজে বের করতে হবে।
বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক সাজিদ হাফিজ বলেন, যখন ওই ছেলেকে নিয়ে আসে তখন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে গায়ে ধুলাবালি লেগে ছিল। ওই সময় রোগীর পালস বা বিপি কোনোটাই ছিল না। পরে তাকে আমরা রামেকে রেফার্ড করে দেই।
এবিষয়ে জানতে চাইলে মহানগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, রাজশাহী কলেজে শিক্ষার্থী শিমুল শিহাবের মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থ্যে এক্ষনি কিছু বলা সম্ভব হচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।