লেবু বাগান থেকে ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১১:৩৫:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১১:৩৫:৪৫ পূর্বাহ্ন


 

মো. শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম মিয়া (৪৮) নামে এক মু‌দি‌ দোকানি‌কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্প‌তিবার (২৩ জানুয়া‌রি) সকা‌লে উপ‌জেলার চকচকিয়া শ্রীপুর গ্রা‌ম থেকে তার মর‌দেহ উদ্ধার ক‌রেছে পু‌লিশ। 
নিহত সালাম উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, সালাম মিয়া বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পরে তিনি বাড়ি না যাওয়ায় স্বজনরা সারারাত খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে বাড়ির পাশে একটি লেবুর বাগানে তার গলা কাটা মর‌দেহ দেখতে পান স্বজনরা। 

নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, আমার স্বামী বাড়ি না ফেরায় তাকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাইনি। পরদিন সকালে আমাদের বা‌ড়ির লেবুবাগানে তার জবাই করা মর‌দেহ পাই। সহজ-সরল মানুষটা‌কে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মর‌দেহটি উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুব দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে।


 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]