পটিয়া বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার যুবক

আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৯:৫৯:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৯:৫৯:৩৭ অপরাহ্ন




এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের পটিয়ায় দিনদুপুরে এক যুবক ছিনতাইকারীর খপ্পরে পড়েছেন। তার নাম মোহাম্মদ তাহমিন (১৭)। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইলের পুত্র। আজ বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম-দোহাজারী রেলপথের পটিয়ার শ্রীমাই ব্রীজে হাঁটতে গিয়ে ছিনতাইকারীর খপ্পরে পড়েন এ যুবক।  এ সময় তাহমিনকে মারধর ও গলায় ছুরি ধরে নগদ ৩৬০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তবে বান্ধবী নিরাপদ চলে যান বলে পুলিশকে জানান।

জানা গেছে, উপজেলার হাইদগাঁও গ্রামের যুবক তাহমিনের সঙ্গে পটিয়ার কলেজ পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয়। বুধবার সকালে তারা দুইজন পটিয়ার শ্রীমাই ব্রীজ এলাকায় ঘুরতে যায়। এক পর্যায়ে তারা দুইজনে পায়ে হেঁটে রেলওয়ের ব্রীজটি পাড় হন। ওই সময় আগে থেতে উৎপেতে থাকা ৩-৪জন যুবক তাহমিনকে গলায় ছুরি ধরে জঙ্গলের মধ্যে নিয়ে ২০ হাজার দাবি করে মারধর করে। ছিনতাইয়ের শিকার যুবক থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।

ছিনতাইকারীর শিকার মোহাম্মদ তাহমিন জানান, সে তার বান্ধবীকে নিয়ে পটিয়ার শ্রীমাই ব্রীজ এলাকায় হাঁটতে গিয়ে ছিনতাইকারীর খপ্পরে পড়েছেন এবং তার কাছ থেকে ৩৬০ টাকা ও মোবাইল ছিনিয়ে নেন। 

পটিয়া থানার এসআই নূর মোহাম্মদ জানান, রেললাইনে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে যুবক ছিনতাইকারীর খপ্পরে পড়ার খবর পেয়ে পুলিশ ছুঁটে গিয়েছিলেন। তবে কাউকে পাওয়া যায়নি। ধারণ করা হচ্ছে যুবক তাহমিন বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে বখাটে ছেলেদের খপ্পরে পড়েছিলেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]