মুলাদী প্রতিনিধিঃ মুলাদী উপজেলার চরকালেখান গ্রামে দেবরের পক্ষে স্বাক্ষী দেয়ায় ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে আহত করেছে ভাসুর।
হাসপাতালে ভর্তি আহত ও থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার চরকালেখান গ্রামের মৃত আজাহার মাতুব্বরের পুত্র আক্কাস মাতুব্বর ও বাদল মাতুব্বর এর মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছে। আজাহার মাতুব্বরের ছোট ছেলে আক্কাস মাতুব্বর দীর্ঘ ২৫ বছর যাবত স্ব-পরিবারের ঢাকায় বসবাস করে বাড়ীতে এসে নিজের পৈত্রিক সম্পত্তি বুঝে নিয়ে একটি মুদি দোকান দিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন। আর এতেই ক্ষিপ্ত হন আপন বড় ভাই বাদল মাতুব্বর।
গত ২১ জানুয়ারী ২০২৫ইং তারিখ বিকাল আনুমানিক ৫টার দিকে কথা কাটাকাটির এ পর্যায়ে বাদল মাতুব্বর ও তার লোকজন লাঠি সোঠা নিয়ে আক্কাস মাতুব্বরকে মারপিঠ করতে আসলে জীবনের ভয়ে আক্কাস মাতুব্বর সেখান থেকে পালিয়ে গেলে বাদল মাতুব্বর, ফাতেমা বেগম, একামনি, আল আমিন মাতুব্বর, ওয়াসিম মাতুব্বর, মিনারা বেগম ক্ষিপ্ত হয়ে বাড়ীর সামনে থাকা আক্কাস মাতুব্বরের দোকানঘর কুপিয়ে ও বসতঘরের জানালা পিটিয়ে জীবন নাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
এঘটনায় আক্কাস মাতুব্বর বাদী হয়ে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেখানে স্বাক্ষী প্রদান করেন তার মেজো ভাইয়ের স্ত্রী নুরজাহান। অভিযোগের ভীত্তিতে থানা পুলিশ বিষয়টি তদন্তে তাদের বাড়ী যায়। কিন্তু পুলিশ চলে আসার পরেই স্বাক্ষী দেয়ার কারনে সন্ধা ৮টার দিকে মেজো ভাইয়ের স্ত্রী নুরজাহান বেগমকে কুপিয়ে আহত করেন বাদল মাতুব্বর ও তার লোকজন। বর্তমানে আহত নুর জাহান মুলাদী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে আক্কাস মাতুব্বর।