মুলাদী প্রতিনিধিঃ সৎ মায়ের ভারাটে সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত হিজলা উপজেলার শান্তি মুলাদী হাসপাতালে ভর্তি।
হাসপাতালে ভর্তি ও আদালতে মামলা সুত্রে জানাগেছে, হিজলা উপজেলার পশ্চিম কোড়ালিয়া গ্রামের কাজী মোঃ দেলোয়ার হোসেন মৃত্যু বরণ করায় তার রেখে যাওয়া সম্পত্তির ওয়ারিশ সুত্রে মালিক হন প্রথম স্ত্রীর ঘরের সন্তান ও দ্বিতীয় স্ত্রীয় এবং তার সন্তানেরা। দেলোয়ার হোসেনের মৃত্যুর পরে তার দ্বিতীয় স্ত্রী সেলিমা বেগম স্বামীর মৃত্যুর পর থেকেই প্রথম ঘরের সৎ সন্তানদের বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। স্থানীয় লোকজন শালিশ মিমাংশার মাধ্যমে সম্পত্তি ও স্থাপনা ভাগ- বাটোয়ার করে দিলে উভয় পক্ষ যারযার প্রাপ্ত সম্পত্তি ভোগ দখল শুরু করে। কিন্তু সৎ মা সেলিনা বেগম বিভিন্নভাবে প্রথম ঘরের সন্তানদের হয়রানী করতে থাকে।
এরই প্রেক্ষিতে গত ১৯ জানুয়ারী ২০২৫ইং তারিখ সকাল আনুমানিক ১১.৩০ মিনিটের দিকে ভারাটে সন্ত্রাসী নিয়ে শান্তি বেগমের বসত ঘরে হামলা চালিয়ে শান্তি বেগম ও তার কন্যা মোসাঃ সুমনাকে পিটিয়ে গুরুতর আহত করে সৎভাই কাজী মোঃ সাগর, মোঃ নুরুজ্জামান প্যাদার পুত্র সাইদুল, শাহিন মাঝির পুত্র ইমন, মনির হোসেন মল্লিকের এর পুত্র শাওন ও সেলিনা বেগম। আহতদের উদ্ধার করে স্থানীয়রা মুলাদী হাসাপাতালে ভর্তি করেন।