শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনার কয়রা উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০শে জানুঃ সকাল ১১ঘটিকায় জামিয়াতুল আবরার মাদ্রাসায় উক্ত কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল্লাহ ইয়াহ্ইয়া দা:বা: সেক্রেটারি জেনারেল হেফাজতে ইসলাম খুলনা জেলা শাখা অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানের সকলের মতামতের ভিত্তিতে হেফাজতে ইসলাম খুলনা জেলার কয়রা উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন, মাওলানা মিজানুর রহমান দা:বা: মহাসচিব, সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মাওলানা শরিফুল ইসলাম দা :বা: প্রধান উপদেষ্টা মাওলানা ইউনুস আহমদ, উপদেষ্টা কারী রুহুল আমীন সাহেব, উপদেষ্টা মাওলানা আশরাফুল আলম মাওলানা আকরাম হোসাইন মুহতামিম হরিনগর মাদ্রাসা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস সহকারী কোষাধ্যক্ষ মাওলানা ফয়সাল আহমদ মাওলানা ফরহাদ হোসাইন সাহিত্য সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মুফতি ইলিয়াস আমিন কোষাধ্যক্ষ মাওলানা আব্দুর রব, প্রচার সম্পাদক মাওলানা হালিমুল হক, মাওলানা আল আমিন মোট একশত একজন সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটির গঠন করা হয় দায়িত্ব গ্রহণকালে হেফাজতের কয়রা উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি মাওলানা মিজানুর রহমান দা:বা বলেন, মুসলমানদের ঈমান আকীদা সংরক্ষণ ও দ্বীন ইসলামের মর্যাদা ও স্বার্থবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকল উলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় জনগনের ঐক্যবদ্ধ প্লাটফরম হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।