ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় দিন দুপুরে একটি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ২০ জানুয়ারী সোমবার সকালে উপজেলার বাসিল এলাকার আঃ বারেক মিয়ার বাড়িতে ওই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের দাবী ভালুকা পৌরসভার সাবেক মেয়র মেজবাহ উদ্দিন কাইয়ুম এর ভাগ্নে যুবলীগ নেতা কামরুজ্জামান পিন্টু'র ইন্দনে স্থানীয় জামান, লিমন, বাবলু, রাজনসহ অন্তত ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বাড়ির মালিক রাসেল মিয়া, রওশন আরা ও আখি আক্তারকে জিম্মি করে ঘরটি কুপিয়ে ভাংচুর করে ও ভিতরে থাকা মহিলাদের স্বর্ণালঙ্কার লুট করে। পরে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় বাড়ির মালিক মো. আঃ বারেক মিয়া বাদী হয়ে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।