মোঃ সোহাগ বিশেষ প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় হাত-পা বাঁধা অবস্থায় মোসা.শাহানাজ পারভীন লাকী (৫০) নামে এক গৃহবধূুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মংগলবার (২১ জানুয়ারী) সকাল ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে। ঘটনার সময় শাহানাজ পারভীন লাকী ব্যতীত বাড়ীতে কেউ ছিল না।
সে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো.বাদশা মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
তবে এ ঘটনাটি নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ এ ঘটনাটিকে ডাকাতি বলছে, আবার কেউ কেউ এটিকে শত্রুতামূলক হত্যা বলেও সন্দেহ করছে।
দূর্বৃত্তরা ওই বাড়ীর বেড়া কেটে ভিতরে প্রবেশ করেছে বলে এলাকাবাসী জানিয়েছে। তবে কি নিয়েছে তা জানা যায়নি।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাদশা মিয়ার ছোট ভাই মো.শাহআলম মিয়া জানান, ঘটনাটি সোমবার রাত ১০ টার পরেই ঘটেছে। কারন, তিনি ওই বাড়ী থেকে খাওয়া দাওয়া করে রাত ১০ টার সময় বেড়িয়ে নিজের বাড়ীতে যান। সকালে নিজের বাড়ীতে তালাবন্ধ করে চাবি দিতে আসলে দরজা খোলা এবং সব এলোমলো দেখতে পান। পরে নাহানাজ পারভীনকে কম্বল নিয়ে ঢাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম জানান, ঘটনাটি চুরি সংক্রান্ত। তবে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, কলাপাড়ায় মাত্র পাঁচ মাসের ব্যবধানে পৌর শহর সহ বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি বলে এলাকাবাসীদের অনেকে মন্তব্য করেছেন।
এ ব্যাপারে নাগরিক উদ্যােগ কলাপাড়ার আহবায়ক কমরেড নাসির তালুকদার জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফেলতিতে বার বার এমন ঘটনা ঘটছে।
শিক্ষক ইভান মাতুব্বর বলেন, কলাপাড়ায় হত্যা, ডাকাতির মত ঘটনা আর মানুষ শুনতে চায় না। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
অপরদিকে, এলাকাবাসীদের অনেকে টহল পুলিশের দায়িত্বহীনতা বলেও মন্তব্য করেছেন। তারা বলেন, টহল পুলিশ সক্রিয় থাকলে এমন ঘটনা কি করে ঘটেছে বলেও অনেকে প্রশ্ন তুলেছেন।