ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অস্ত্রসহ শাহাব উদ্দিন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হলেন-চারপাড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন৷ অভিযান কালে চোরাইকৃত মাল ও অস্ত্রসহ শাহাব উদ্দিন কে আটক করা হয়৷ এসময় ২টি দেশীয় তৈরি এলজি,২টি রাউন্ড কার্তুজ, ২টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার মেশিন এবং চুরির মামলার ৩টি ল্যাপটপ, ১টি সিপিও, ১ টি প্রজেক্টর, ১টি পানির ফিল্টার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বলেন, বাঙ্গরা এবাদুল করিম উচ্চ বিদ্যালয় থেকে ল্যাপটপ সিপিও প্রজেক্টর পানির ফিল্টার চুরি হয়েছিল। এই ঘটনার মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় পূর্বে একটি মামলাসহ আরেকটি অস্ত্র মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।