রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল তাকে বহিষ্কার করেন।
সোমবার (২০ জানুয়ারি) রাতে দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল বিষয়টি নিশ্চিত করেছেন
উল্লেখ্য, রবিবার (১৯ জানুয়ারি) কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি নেতা লিয়াকত আলীর পিস্তল লেনদেনের এক মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। একইদিন ভোরে তার বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল নগদ টাকা ও ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় লিয়াকত আলীর ছেলে ও স্ত্রীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিস্তল লেনদেনের ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
লিয়াকত আলী দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।