০৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি জসিম বেপারী কে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ১৯-০১-২০২৫ ১০:৩৯:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৫ ১০:৩৯:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানা এলাকায় চাঞ্চল্যকর ০৫ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ জসিম বেপারী (৫৫)’কে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় হতে গ্রেফতার করেছে র‌্যাব-০২।

“বাংলাদেশ আমার অহংকার” এই ¯েøাগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানা এলাকায় চাঞ্চল্যকর ০৫ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ জসিম বেপারী (৫৫), পিতা- মৃত মজিদ ব্যাপারী, থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশাল’কে অদ্য ১৯/০১/২০২৫ তারিখ বিকালে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় আভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র‌্যাব-২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মোঃ জসিম বেপারী ও ভিকটিমের পরিবার পরস্পর প্রতিবেশি। গত ০৮/১২/২০২৪ তারিখ দুপুর অনুমানিক ১৩.১০ ঘটিকার সময় আসামি মোঃ জসিম বেপারী শিশু ভিকটিমকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বসত বাড়ির পিছনে নিয়ে ধর্ষণ করে। শিশু ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন আসলে আসামি মোঃ জসিম বেপারী দৌড়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আসামি মোঃ জসিম বেপারীকে আসামি করে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা (মামলা নং-০১ তারিখ ০৮/১২/২০২৪ ইং ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(১)(সংশোধনী-২০০৩) দায়ের করেন। র‌্যাব-২ উক্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৯/০১/২০২৫ইং তারিখ বিকেলে ঢাকা জেলার কেরানীগঞ্জ এর বাহেরচর এলাকায় আভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। গ্রেফতারকৃত আসামিকে বরিশাল জেলার মহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]