মুলাদী প্রতিনিধিঃ ২০২৪-২০২৫ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প এর আওতায় বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ও দেশীয় মাছ রক্ষার্থে মুলাদীতে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন করা হয়।
রবিবার বিকাল ৪টায় মুলাদী উপজেলা সিনিয়র মৎস অফিসের সামনে বকনা বাছুর বিতরণি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুলাদীর সহকারী কমিশনার ভূমি পরাগ সাহা, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, ডিপিডি খাইরুল ইসলাম পাবেল, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সায়লা সারমিন মিমু সহ বিনন্ধিত জেলেরা। এসময় ৬০ জন জেলের মাঝে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়।