বিশেষ প্রতিনিধি:
স্থানীয় সরকারের অধীনে ইউরোপিয় ইউনিয়ন এবং ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগীতায় পার্বত্য জেলা ব্যাতীত বাংলাদেশের ৬১ টি জেলায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। তারই ধারাবাহিকতায় পিরোজপুর জেলার ৬টি উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ ও ১টি উপজেলায় রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
এই প্রকল্পের কার্যক্রম আরও বেগবান করতে পিরোজপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর সার্বিক তত্বাবধানে পিরোজপুর জেলার প্রত্যেক উপজেলায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গণের ২ ঘন্টা ব্যাপি মূল্যায়ন পরীক্ষা স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ১৯ জানুয়ারী’ ২০২৫ রোজ রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য পিরোজপুর জেলায় ২০২৪ সালের ফেব্রুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৯৮০ টি মামলা গ্রহন করা হয়। (সরাসরি ইউপিতে দেওয়ানী ৫৯৭ টি, ফৌজদারী ২৮৩ টি মামলা, এছাড়াও উচ্চ আদালত থেকে ১০০ টি মামলা গ্রহন করা হয়)।এর মধ্যে নারী আবেদনকারী ছিল ২২২ জন নিষ্পত্তি হয়েছে ২১০ টি মামলা। মোট মামলা থেকে ৯৪২ টি মামলা নিষ্পত্তি করা হয় (দেওয়ানী ৩৬২ টি, ফৌজদারী ২৩৬ টি মামলা)।মোট ক্ষতিপূরণ আদায় করা হয়েছে ৪৫,৬৪,৭৩৮/- টাকা।