শহীদ জিয়ার ৮৯তম জন্মদিনে ৮৯ জন শিক্ষার্থীকে কুরআন উপহার

আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৬:২৬:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৬:২৬:৫৩ অপরাহ্ন



গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ গৌরীপুরের বিভিন্ন মাদরাসার হেফজপড়ুয়া ৮৯ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরীফ উপহার দেয়া হয়েছে।

রোববার দুপুরে গৌরীপুর পৌর শহরে উত্তরবাজার এলাকায় স্থানীয় যুবদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু শিক্ষার্থীদের হাতে উপহারের পবিত্র কুরআন শরীফ তুলে দেন। পরে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে কুরআন খতম, দোয়া মাহফিল, তবারক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান ছিলেন একজন সফল সৈনিক, সফল রাষ্ট্রনায়ক  ও সফল রাজীনীতিবিদ। তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের রূপকার। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ ও তার দোসরদের অত্যাচার ও নিপীড়নের কারণে বিগত ১৭ বছর আমরা এই মহান নেতার জন্মদিন সুষ্ঠুভাবে পালন করতে পারিনি। কিন্তু আজকে ছাত্র-জনতার অভ‚্যত্থানের পর জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন আমরা শত শত নেতা-কর্মী নিয়ে উদযাপন করতে পেরেছি। এই জন্য মহান আল্লাহপাকের দরবারে অশেষ শোকরিয়া জ্ঞাপন করছি। তিনি যেন আমাদের নেতাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই প্রার্থনা করছি।

যুবদল নেতা আব্দুল হান্নান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাতের সঞ্চালনায় আলোচনা বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সফল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, শিপন মিয়া, আব্দুল্লাহ, সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, ওয়ালিউল্লাহ রুবেল, বাদল মিয়া, মোস্তাফিজুর রহমান পিপলু, হাবিব উল্লাহ বেলালী রুবেল, আনিসুর রহমান আনিস, মতিন শাহ, জহিরুল ইসলাম, হেলাল উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য শাহীনুল ইসলাম হৃদয়, মোকসেদুল মোমেন, মোস্তাকিম বাবু, রাকিব ভূঁইয়া প্রমুখ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]