বিশেষ প্রতিনিধি:
পিরোজপুর জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে টি- টেন ক্রিকেট টুর্নামেন্টে শুরু হয়েছে। এ টুর্নামেন্টে দুটি গ্রুপে আটটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হল ক্যাপ এলিভেন, পিরোজপুর সিক্সার, পিরোজপুর সার্ক, পিরোজপুর ইউয়্যুথ রেঞ্জার, রয়েল চ্যালেঞ্জার্স বিরাজপুর, ইউনাইটেড, পিরোজপুর টাইগার্স, পিরোজপুর গ্লাডিয়েটর ।
রবিবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে সকাল ১০ টায় ক্যাপ এলিভেন ও রয়েল চ্যালেঞ্জার্স পিরোজপুর উদ্বোধনী ম্যাচে অংশ নেয়।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় অংশগ্রহণকারী সব দলের প্রতি শুভকামনা জানিয়েছেন এবং সবাইকে মাঠে এসে খেলা উপভোগের আহবান জানান।