ভোলায় পৈত্রিক সূত্রে পাওয়া জমি জবরদখলের চেষ্টা

আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৪:১৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৪:১৪:২৭ অপরাহ্ন




আশিকুর রহমান শান্ত 
ভোলা প্রতিনিধি: 


ভোলার বোরহানউদ্দিনে পৈত্রিক সূত্রে পাওয়া ১০ শতাংশ জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল খালেক গংদের বিরুদ্ধে। 

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের জয়নাল আবেদীনের পৈত্রিক সূত্রে পাওয়া ১০ শতাংশ জমি জবরদখল করার পায়তারা করছে তারই চাচাতো ভাই আব্দুল খালেক গংরা।

জয়নাল আবেদীন জানান, দীর্ঘদিন যাবত টবগী মৌজার ১০ শতাংশ জমি তিনি চাষাবাদ করে আসছেন। এবার আমনের চাষও করেছেন তিনি। হঠাৎ সরকার পতনের পর খালেক গংরা আমার জমি জবরদখলের পায়তারা করছে। রাতের আধারে জমিতে পাওয়ার ট্রিলার দিয়ে চাষও  দিয়েছেন।

তিনি আরে জানান, এই জমি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফায় সালিশ বিচার করা জমি আমাদের বুজিয়ে দিলেও কোন কর্নপাত ছাড়াই বারবার আমার জমি জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিপক্ষরা।

এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা বলেন, আওয়ামী লীগ আমলে তারা জমি খেয়েছে এখন আমরা খাবো। এটা আমাদের জমি এই জমিতে আমরা চাষাবাদ করছি।

স্থানীয় সালিশ বিচারের বিষয়ে জানতে চাইলে তারা জানান, জোর করে তাদের জমি জয়নাল আবেদীন গংদের বুজিয়ে দিয়েছে বিচারকগন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]