নিজস্ব প্রতিবেদক
রংপুর মহানগরের হাজীরহাট থানা এলাকা হতে ৬৪ বোতল ফেন্সিডিল ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ১৮/০১/২০২৫ তারিখ আনুমানিক রাত ২২.১০ ঘটিকার সময় র্যাব-১৩, সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি, রংপুর এর হাজীরহাট থানাধীন রাধাকৃষ্ণপুর গ্রামের জনৈক মেহেরুল ইসলাম @ মিন্টুর বসত বাড়ি হতে অভিযান পরিচালনা করে ৬৪ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী ১। মোঃ খাজা মঈনউদ্দীন @ রুমান (৪৩), পিতা মোঃ আলমগীর হোসেন, সাং-সেন্ট্রাল রোড, ওয়ার্ড নং-২৪ এবং ২। মোঃ লিটন মিয়া (৫০), পিতা-লিয়াকত হোসেন, সাং-জুম্মাপাড়া, ওয়ার্ড নং-২৭, উভয় থানা-কোতয়ালী, আরপিএমপি, রংপুর‘দ্বয়কে গ্রেফতার করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।