আব্দুল্লাহ আল ফাহাদ (ত্রিশাল) ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার শাখার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ত্রিশাল পৌরসভার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) রাত ৯ টায় ত্রিশাল পৌরসভার ইদারাতুল কোরআন মিলায়তনে অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে জমিয়তে উলামায়ে ইসলাম ত্রিশাল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি মোশারফ হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম ত্রিশাল উপজেলা শাখার সভাপতি হযরত মাওঃ মুফতী রুহুল আমিন।
উক্ত অধিবেশনে ২০২৫ থেকে ২০২৭ সালের ত্রিশাল পৌরসভার ২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে আহবায়ক হিসেবে হযরত মাওলানা ইরফান কবির এবং সাধারণ সম্পাদ আবু রায়হানকে নির্বাচিত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মোজাম্মেল, সাধারণ সম্পাদক, মুফতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা আজিজুল হক সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন, মাওলানা আসাদুর রহমান প্রমুখ।