ইসলামী রাষ্ট্র গঠনে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে: অধ্যক্ষ তাফাজ্জেল হোসাইন ফরিদ

আপলোড সময় : ১৮-০১-২০২৫ ১১:১১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১১:১১:৫৭ অপরাহ্ন

 
 
পিরেজপুর প্রতিনিধি:
 
"মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন" এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বার্ষিক পরিকল্পনার জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮ টা ৩০ মিনিটে উপজেলার মডেল মসজিদের সভা কক্ষে এ প্রোগ্রাম শুরু হয়ে দুপুর ১ টার দিকে শেষ হয়। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাও. মো: আলী হোসেন ও সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মো: তৌহিদুর রহমান রাতুল। 
 
এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জেল হোসাইন ফরিদ, বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো: জহিরুল হক ও টগড়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাও. হারুনুর রশিদ। এসময় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের সকল পর্যায়ের দ্বায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথি অধ্যক্ষ তাফাজ্জেল হোসাইন ফরিদ বলেন, জামায়াতে ইসলামীতে পিরোজপুরসহ সারা দেশে যোগদানের গণ জোয়ার বইছে। গ্রাম থেকে শহর সকলের মুখে একটাই স্লোগান, আওয়ামীলীগসহ সকল দলকে বিগত দিনে ক্ষমতায় দেখেছি এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই। আমাদের প্রতিটি দ্বায়িত্বশীলের চরিত্র সুন্দর ভাবে গঠন করতে হবে, কারণ ইসলামের দাওয়াত নিয়ে গেলে যেন তারা সাদরে গ্রহণ করে। শহীদ আল্লামা সাঈদীর যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইসলামী রাষ্ট্র গঠনে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এসময় তিনি আরও ইসলামের বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]