শাহিদুল ইসলাম কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলায় কয়রা সদর ইউনিয়ন ১-০ গোলে মহারাজপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শনিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩ টায় মদিনাবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাষ্টার সদর উদ্দিন আহমেদ, মোস্তফা শফিকুল ইসলাম, সহ-সভাপতি আঃ রউফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা প্রতিনিৎি গোলাম রব্বানী, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন, মেজবাহ উদ্দিন, মিহির কান্তি মন্ডল, সাবেক ফুটবল খেলোয়ার আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, দ্বীন মোহাম্মদ, রবিউল ইসলাম, বিএম আঃ রাজ্জাক, ইহছানুর রহমান প্রমুখ। খেলা পরিচালনা করেন শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক খেলোয়াড় আছাদুল ইসলাম ও শফিকুল ইসলাম। শত শত দর্শক আনন্দঘোন পরিবেশে খেলাটি উপভোগ করেন।