রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নে আবাসন প্রকল্পের একটি ঘর বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
সরজমিনে গিয়ে জানা যায়, রামনাথপুর ইউনিয়নের ডারার পাড়ে আবাসন প্রকল্পে ভূমিহীন না হয়েও আরমিনা বেগম নামের এক মহিলা একটি ঘর বরাদ্দ পান।তিনি আবাসন প্রকল্পের ঘরটি এক লক্ষ টাকায় বিক্রি করেছেন সাহিন মিয়ার কাছে। এছাড়াও জানা যায় আরমিনা বেগম দিনাজপুর জেলার খোলাহাটি ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।
আরমিনা বেগমের কাছ থেকে ঘর কেনা সাহিন মিয়া বলেন, আমার বাড়ি ঘর কিছু ছিল না। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে আরমিনা বেগমের কাছ থেকে ঘরটি আমার বাবা কিনে নিয়েছে। বর্তমানে আমরা ঘরটি তে রয়েছি।আরমিনা বেগমের নিজের পাকা বাড়ি রয়েছে। সে তার বাড়িতে রয়েছে।
আবাসনে বসবাসকারী খাতিমুন বেগম বলেন, আবাসনে মোট ২০ ঘর রয়েছে। ১৩ টি ঘরে বসবাস করে। এর মধ্যে ছয়টি ঘর ফাঁকা রয়েছে ও ৫ নং ঘরটি আরমিনা বেগমের কাছ থেকে এক লক্ষ টাকায় ঘরটি কিনে নিয়েছেন শাহিন।
রামনাথপুর ইউপি চেয়ারম্যান শওকত আলী বলেন, আবাসন প্রকল্পের ঘর বিক্রির কোন সুযোগ নেই। কেউ যদি আবাসনের ঘর বিক্রি করে থাকেন তাদেরকে আইনের আওতায় নেওয়া দরকার।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেননি।
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মলিহা খানম বলেন, আবাসনের ঘর ভিতরে বিষয়টি আমাদের জানা ছিল না বিষয়টি আমরা দেখছি।