বাগানে সুপারি গাছের সঙ্গে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৫:২৬:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৫:২৬:২০ অপরাহ্ন

 

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বাগানে সুপারি গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় মোসাঃ মারুফা আক্তার সুরমা (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

 

শুক্রবার (১৭ জানুয়ারী) ভোররাতে রাজাপুর সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলগী গ্রামে এঘটনা ঘটে। সুরমা ওই গ্রামের মোঃ আমজাদ হাওলাদারের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। 

 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, সুরমা প্রায় ৩বছর আগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক সমস্যায় ভুগতে ছিল এবং সব সময় সে অস্বাভাবিক আচরণ করতো যার কারণে তাকে আত্মীয়-স্বজনরা চোখে চোখে রাখতো। প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে মা ও বোনের সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাতে তারা সুরমাকে বিছানায় দেখতে না পেয়ে সবাই মিলে খোঁজাখুঁজি করলে একপর্যায়ে বাগানে সুপারি গাছের সঙ্গে নিজের সাথে থাকা ওড়না গলায় পেচানো ঝুলন্ত দেখতে পায়। পরিবারের ধারণা মানসিক সমস্যা থাকায় নিজের ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 

রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]