নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রাম জেলার সদর থানা এলাকা হতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মুদ্রা উদ্ধার পূর্বক ০১ জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানী অদ্য ১৬/০১/২০২৫ তারিখ আনুমানিক ২০.৩০ ঘটিকার সময় কুড়িগ্রাম জেলার, কুড়িগ্রাম থানাধীন কুড়িগ্রাম পৌরসভার ০৫নং ওয়ার্ডে কুড়িগ্রাম সদর ডাক বাংলো এর মেইন গেটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত ব্যক্তির দেহ তল্লাশি করে ৪,৬৯,০০০/- (চার লক্ষ উনসত্তর হাজার) মূল্যমানের ভারতীয় মুদ্রা উদ্ধার করতঃ চোরাকারবারী মোঃ মাহবুবুর রহমান (৪২), পিতা-মৃত গিয়াস উদ্দীন মিয়া, সাং-সাহেব বাজার, ইউপি-কুতুবপুর, থানা-শিবচর, জেলা-মাদারীপুর'কে গ্রেফতার করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।