অপহরণ মামলার আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।

আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৫:০১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৫:০১:৩৪ অপরাহ্ন






নিজস্ব প্রতিবেদক

র‍্যাব এর যৌথ অভিযানে গাজীপুর মহানগরী থেকে দিনাজপুর জেলার কাহারোল থানার অপহরণ মামলার আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার। বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, অহপরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

মামলার বাদীর সাথে আসামির আত্মীয়তার সম্পর্কের সুবাদে বাদীর বাসায় আসামীর নিয়মিত যাতায়াত ছিল। বাদীর কন্যা ভিকটিমকে আসামি মিন্টু শীল বিভিন্ন সময়ে বিবাহ করার প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করেন। গত ০৮/০৯/২০২৪ তারিখ বিকাল অনুমান ১৬.০০ ঘটিকার সময় ভিকটিম তার সেলাই মেশিনের কাজের জন্য সুতা, বোতাম ও আনুষঙ্গিক ক্রয়ের উদ্দেশ্যে দশ মাইল বাজারে যায়। সন্ধ্যার পরেও বাজার থেকে না ফিরে আসলে বাদী তার কন্যা ভিকটিমকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে দিনাজপুর জেলার কাহারোল থানায় একটি সাধারণ ডায়েরি করেন (যার নং- ৩০০/২৪, তারিখ- ০৯/০৯/২০২৪)।

একপর্যায়ে জানতে পারেন আসামি মিন্টু শীল বাদীর কন্যা ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে পালিয়ে গেছে।পরবর্তীতে ভিকটিমের বাবা বিজ্ঞ নারী ও শিশু আদালতে একটি অভিযোগ দায়ের করেন।বিজ্ঞ আদালতে অভিযোগের প্রেক্ষিতে দিনাজপুর জেলার কাহারোল থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়। 

এরই প্রেক্ষিতে অদ্য ১৭ জানুয়ারি ২০২৫ খ্রিঃ রাত্রী ০২.০৫ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-১ সিপিএসসি, গাজীপুর যৌথ অভিযান পরিচালনা করে জিএমপি গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা ইটাভাটা এলাকা হইতে অপহরণকারী প্রধান আসামী মিন্টু শীল (৩৫), পিতা- সীতেনাথ শীল, সাং- দক্ষিণ নগর, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরকে গ্রেফতার সহ অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামী ও ভিকটিমকে দিনাজপুর জেলার কাহারোল থানায় হস্তান্তর করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]