নাইক্ষ্যংছড়িতে আশা ব্যাংকের" ভবনে অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি ৩ লক্ষ টাকা - আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ডিফেন্স

আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৪:০০:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৪:০০:৫৪ অপরাহ্ন


 
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ পার্বত‍্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার রেস্টহাউজ সড়কে "আশা ব‍্যাংকের" ভবনের ওয়াইফাই কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
 
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সোয়া ৬টায় নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা রেস্টহাউজ সড়কের "আশা" ভবন তৃতীয় তলায় ওয়াইফাই কন্ট্রোল রুমে বিদ্যুৎ সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মুহাম্মদ শাহিদ। 
 
তিনি জানান, সকাল সোয়া ৬ টার দিকে রেস্টহাউজ সড়কের আশা ভবনের ওয়াইফাই কক্ষে বিদ্যুত সার্কিট থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস ইউনিট টিমের চেষ্টায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
 
তবে ওয়াইফাই যন্ত্রপাতি ও অন্যান্য সরামঞ্জাম মিলে তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতির পরিমাণ বলে আপাতত ধারণা করা যাচ্ছে। তবে ওয়াইফাই কন্ট্রোল রুম ছাড়া বাকী পুরো তৃতীয় তলভবনটি আগুন থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি। 
 
 
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার প্রবীন মুরব্বি হাজী মুস্তাক সাওদাগর ভোর সকালে নিয়মিত শরীর ফিটনেস রাখার জন্য হাঁটতে বের হন। তিনি রেস্টহাউজ সার্কুলার সড়ক প্রদক্ষিণ করে আশা ভবনের সামনে আসলে তখন ওই ভবনের ৩য় তলায় একটি কক্ষ থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আগুণ আগুণ বলে সুচিৎকারের এলাকাবাসী ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কক্ষের দরজার লোহার গ্রিল ভাঙ্গতে ব্যার্থ হলে তাৎক্ষণিক উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেন এলাকার আসীম বড়ুয়া নামে এক ঠিকাদার।
 
তার ফোনের মাধ্যমে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে ধারনা করা যাচ্ছে আগুণের সূত্রপাত বৈদ্যুতিক সার্কিট থেকে  আগুন লাগা। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ লক্ষ টাকা বলে আপাতত ধারনা করা যাচ্ছে। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]