মোঃ আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের সলঙ্গায় গভীর রাতে বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করেছে সলঙ্গা ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
গতকাল বুধবার রাতে সলঙ্গা ইউনিয়নের কয়েকটি গ্রামে গিয়ে থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ এর নির্দেশে ও সার্বিক সহযোগিতায় ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে অসুস্থ, হতদরিদ্র, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন, সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর, মাওলানা কেএম হারুনর রশীদ। ৭নং ওয়ার্ডের সভাপতি, মাওলানা মোস্তফা কামাল ও সেক্রেটারি মোঃ রিপন মিয়া, সলঙ্গা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আলমঙ্গীর হোসেন, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মোঃ স্বপন হাসান সহ অনেকে।