রামপুর মধ্যপাড়া মরহুম হাজী নিতু মন্ডল এর বাড়ির উদ্যোগে বার্ষিক ওয়াজ,জিকির,মিলাদ ও দোয়া মাহফিল।

আপলোড সময় : ১৭-০১-২০২৫ ১২:০১:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৫ ১২:০১:৩২ পূর্বাহ্ন





মোঃ শাহিন ইসলাম, নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলা নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর মধ্যপাড়া মরহুম হাজী নিতু মন্ডল এর বাড়ির উদ্যোগে ছালাম আবাদ শরীফ এর বর্তমান গদিনিশিন শাহ্ সুফি আলহাজ্ব হয়রত মাওঃ আবু আহমদ মুহাম্মদ আইনুন্নায়ীম পীর সাহেব হুজুর কেবলার শুভ আগমন উপলক্ষে বার্ষিক ওয়াজ, জিকির, মিলাদ ও দোয়া মাহফিল।

২০ জানুয়ারী, সোমবার রামপুর মধ্যপাড়া মরহুম হাজী নিতু মন্ডলের বাড়ির প্রাঙ্গণে বাদ আছর শুরু হয়ে মধ্য রজনী পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করবেনঃ হাফেজ হযরত মাওলানা  মুফতি মুহাম্মদ জুনাইদ হোসাইন বিন সিরাজী সাহেব, আরবি প্রভাষক, দারুন নাজাত মডেল মাদ্রাসা, শম্ভুগঞ্জ ও খতিব, সাতুতী কদরতি জামে মসজিদ, গৌরীপুর, ময়মনসিংহ। হাফেজ হযরত মাওলানাঃ খোরশেদ আলম সাহেব, খতিব, ডাক্তার বাড়ী জামে মসজিদ, ফুলপুর, ময়মনসিংহ। হাফেজ মোঃ সোলাইমান হোসেন রিফাত সাহেব, জামালপুর, প্রমুখ।

এছাড়াও স্থানীয় উলামা-মাশায়েখগণ বয়ান পেশ করবেন।

সম্মেলনে সভাপতি পালন করবেনঃ আশেকে রাসুল মুহিয়ে সুন্নাহ্ শাহ্ সুফী,আলহাজ্ব হযরত মাওলানাঃ সাইদুর রহমান (তারা মিয়া)সাহেব,খলিফা,সালাম আবাদ শরীফ, জামালপুর।

আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: জনাব মোঃ মোকসেদুল হক (শিবলু)।অন্যতম সদস্য শেরপুর জেলা বিএনপি। 

মাহফিল পরিচালনায় হিসেবে দায়িত্ব পালন করবেন: মোঃ সুমন মিয়া, বিএ,(অর্নাস) সহকারী শিক্ষক, এ্যাম্বিশন মডেল একাডেমি।

ইসলামী সম্মেলনকে সফল ও সার্থক করতে সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আরজ গুজার,মো: আব্দুল জলিল। 

বিঃ দ্রঃ মহিলাদের জন্য ওয়াজ শুনার সুব্যবস্থা রয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]