নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলার সদর থানাধীন এলাকায় ক্লুলেস ইজিবাইক চালক মো: হাসান (১৫) হত্যাকান্ডে জড়িত মো: রাসেল মিয়া (৪০)’কে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
বরগুনা জেলার সদর থানাধীন লাকুরতলা এলাকায় বসবাসকারী মোঃ হাসান (১৫), পিতা-মোঃ কামাল নামক একজন ইজিবাইক চালক সে ইজিবাইক চালিয়ে তার জীবিকা নির্বাহ করতো। গত ০৩ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুরের খাবার খেয়ে বিকাল আনুমানকি ১৬:০০ ঘটিকায় প্রতিদিনের ন্যায় যাত্রী বহন করার উদ্দেশ্যে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে লাকুরতলা স্ট্যান্ডের উদ্দেশ্যে গমন করে। প্রতিদিনের ন্যায় হাসান রাত আনুমানিক ২২:০০ ঘটিকা হতে ২২:৩০ ঘটিকার মধ্যে বাসায় ফেরার কথা থাকলেও ঐদিন রাতে সে বাসায় না ফিরলে তার পরিবারের লোকজন তাকে মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পায়।
অতঃপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজখবর নিয়েও হাসানের কোন সন্ধান পাওয়া না গেলে হাসানের মামা মো: বেল্লাল বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি নিখোঁজ জিডি করেন যার জিডি নং-২০১ তরিখ ০৪/১২/২০২৪ খ্রিঃ। নিখোজ হাসানকে খোঁজাখুঁজির একপর্যায়ে হাসানের মা রাবেয়া বেগম গত ০৭ ডিসেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:০০ ঘটিকায় লোক মুখে সংবাদ পায় যে, বরগুনা জেলার সদর থানাধীন ফুলঝুড়ি বাজার টু গুলশাখালী গামী রাস্তার পাশে ধানক্ষেতের মধ্যে অর্ধ গলিত অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে আছে। উক্ত সংবাদ পেয়ে ভিকটিম হাসানের পরিবারের লোকজন দ্রুত উল্লেখিত স্থানে গিয়ে বরগুনা সদর থানা পুলিশের উপস্থিতিতে লাশটি দেখে এটি নিখোঁজ হাসানের লাশ বলে শনাক্ত করে। অতঃপর পুলিশ স্থানীয় লোকজনের সহযোগীতায় লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
উক্ত ঘটনায় মৃত হাসানের মা মোসা: রাবেয়া বেগম তার পরিবারের সাথে পরামর্শ করতঃ বরগুনা জেলার সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১২, তাং-০৮/১২/২০২৪ খ্রিঃ, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। ইতোমধ্যে হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ায় গুরুত্বসহকারে প্রকাশ করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা চাঞ্চল্যকর ও ক্লুলেস ইজিবাইক চালক হাসান হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকান্ডে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক র্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ২০:০৫ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যর ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পূর্ব আগানগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বরগুনার জেলার সদর থানাধীন এলাকায় চাঞ্চল্যকর ও ক্লুলেস ইজিবাইক চালক হাসান হত্যাকান্ডে জড়িত পলাতক আসামি মোঃ রাসেল মিয়া (৪৩), পিতা-মো: আব্দুল কাদের হাওলাদার @ কাদের পালোয়ান, সাং-লাকুরতলা, থানা-সদর, জেলা-বরগুনা’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।