ঢাকা আলিয়ায় তিন দিন ব্যাপী শিবিরের প্রকাশনা উৎসব

আপলোড সময় : ১৬-০১-২০২৫ ১০:৫৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৫ ১০:৫৮:১১ অপরাহ্ন



ঢাকা আলিয়া প্রতিনিধি,
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সরকারি মাদ্রাসা ই আলিয়া শাখার উদ্যোগে তিনদিন ব্যাপি নর্ববর্ষ প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে ঢাকা আলিয়ায়। 

রাজধানীর বকশি বাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা ই আলিয়া এর মেইন গেইটের সামনে প্রকাশনা উৎসবের স্টল করা হয়েছে। শিবিরের প্রকাশনা উৎসবে পাওয়া যাচ্ছে জুলাই অভ্যুথানের স্মৃতি বিজড়িত ২০২৫ সালের ক্যালেন্ডার, ডাইরি, আইসিএস পাবলিকেশনের প্রকাশনা সামগ্রী, রকমারি উপকরন, ইসলামি সাহিত্য। 

ঢাকা আলিয়া শিবিরের প্রকাশনা উৎসবের মাধ্যমো সাধারণ ছাত্রদের মাঝে একটি উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়েছে। উৎসবে রয়েছে ছাত্রদের জন্য বিভিন্ন ধরনের উপহার সামগ্রী। বিগত সাত দিন জামাতে নামাজ আদায়কারী ছাত্রদের জন্য রয়েছে একটি করে উপহার, সর্বশেষ বোর্ড পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রদের জন্য রয়েছে একটি করে উপহার, ক্লাসে ০১ থেতে ০৯ এর মধ্যে রোল থাকলে তাদের জন্য রয়েছে একটি করে উপহার।

ঢাকা আলিয়া ছাত্রশিবিরের সভাপতি মির্জা মোহাম্মদ সোলাইমান জানান, তাদের এই প্রকাশনা উৎসব আগামী ১৮ তারিখ পর্যন্ত চলবে। তিনি আরও জানান আগমীতেও তারা এরকম আয়োজন চলমান রখবেন এবং সাধারণ ছাত্রদের কাছথেকে ব্যাপক সাড়া পাচ্ছেন এবং সকলেই তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন এই আয়োজনের জন্য। 

সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি নানা বয়সি মানুষকে ভীড় করতে দেখা গেছে শিবিরের প্রকাশনা উৎসবে। আজ প্রকাশনা উৎসবের প্রথম দিনে স্টল পর্যবেক্ষণ করেন সরকারি মাদ্রাসা ই আলিয়া এর ভারপ্রাপ্ত অধক্ষ্য আশরাফুল কবীর। এ সময় তার হাতে জুলাই অভ্যুথানের স্মৃতি বিজড়িত ক্যালেন্ডার তুলে দেয় ঢাকা আলিয়ার শিবির নেতৃবৃন্দ এসময় অধক্ষ্য মহোদয়ের সাথে ঢাকা আলিয়ার অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]