জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে - ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন

আপলোড সময় : ১৬-০১-২০২৫ ১০:৫৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৫ ১০:৫৫:৩৩ অপরাহ্ন



মোঃ অপু খান চৌধুরী।। 
ড্রেজার মেশিন বন্ধ, মাদক নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই প্রতিরোধে কঠোর থাকবে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিং ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাত মোহাম্মদ মহিউদ্দিন মুবিন, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসেন।

উপস্থিত বক্তারা বলেন, যানজট নিরশনের লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে। মাদক নিয়ন্ত্রণ একার পক্ষে সম্ভব নয়, সকলে মিলে ব্রাহ্মণপাড়াকে মাদক মুক্ত করতে হবে। মাদক মুক্ত করতে না পারলে তরুণ সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে পতিত হবে।

এছাড়াও ড্রেজার বন্ধে প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে। কেউ যদি তার জমি শ্রেণি পরিবর্তন করে তাহলে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এর অনুমতিক্রমে জমি শ্রেণি পরিবর্তন করতে হবে। অন্যথায় প্রশাসন জানতে পারলে ঐ সমস্ত জমি খাস হিসেবে রূপান্তর করা হবে। এছাড়াও সম্প্রতি উপজেলায় চুরি ও ছিনতাই বেড়ে গেছে তা বন্ধ করতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ যথেষ্ট ভূমিকা পালন করবে। 


সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, শাহজাহান সাজু জামাত ইসলামের আমির অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, মহিলা বিষয়ক অফিসার লুৎফা ইয়ামিন, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যন যথাক্রমে মনির হোসেন চৌধুরী, আতিকুল ইসলাম রিয়াদ, সাইফুল ইসলাম আলাউল, আনিসুর রহমান রিপন ভূইয়া, আবদুল্লা আল মামুন, ফারুক আহাম্মদ, ভগবান সরকারি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, জাতীয় পার্টির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার উপদেষ্টা আইয়ুব খান পাঠান, ব্রাহ্মণপাড়া উপজেলা জামাতে ইসলামী এর আমির অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম, শশীদল বিজিবি ক্যাম্প কমান্ডার লুতফুর রহমানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক। এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]