চাকুরী জাতীয় করণের দাবিতে পিরোজপুরে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-০১-২০২৫ ১১:৩৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৫ ১১:৩৯:১৭ অপরাহ্ন



বিশেষ প্রতিনিধি:

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পিরোজপুর জেলা শাখার আয়োজনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা শিক্ষকদের মাধ্যমে জনসম্পৃক্তকরণ ও চাকুরি জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে শহরের এপেক্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক কর্মচারী ঐক্যজোট পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ শাহজাহান গাজী এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আছাদুজ্জামান খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বরিশাল বিভাগের আহ্বায়ক ও জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক আবু সুফিয়ান, বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার আহবায়ক এনায়েত কবির খান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব বাদশা মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমাদের চাকুরী জাতীয় করণ করলে আমাদের দেশের উন্নয়ন হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার ব্যাখ্যায় চাকুরী জাতীয় করনের কথা রয়েছে। বিএনপি যে ওয়াদা দেয় সেই ওয়াদা বরখেলাপের ইতিহাস নাই। নির্বাচনে আমাদের ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, বিএনপি সরকার ক্ষমতায় আসলে চাকুরী জাতীয় করণ করা হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]