মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে সুদের টাকা নিয়ে দ্বন্দের জেরে গভীর রাতে এক যুবদল নেতা মিন্টু’র বাড়িতে আগ্নেয়াস্ত্র দ্বারা অতর্কিত গুলিবর্ষণে তার পিতা মোঃ আলাউদ্দিন (৬০) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহত মোঃ আলাউদ্দিন, তিনি রাজশাহীর পবা উপজেলার ভুগরইল গ্রামের বাসিন্দা। নিহতের ছেলে সালাহউদ্দিন মিন্টু নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সালাহউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এতে দরজা ভেদ করে একটি গুলি ঢোকে বাড়িতে।
এ সময় কোমরে গুলিবিদ্ধ হয়ে আহত হন মিন্টুর বাবা আলাউদ্দিন। এদিন রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে তিনি (ওটি) অপারেশন থিয়েটারে মারা যান। তবে কারা হামলা চালিয়েছে সেই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিষ্কার করে কিছু জানাতে পারেনি।
নিহতের ছেলে সালাহউদ্দিন মিন্টু জানান, তাদের এলাকায় দু’পক্ষের টাকা-পয়সা নিয়ে একটা বিরোধ ছিল। এর মীমাংসার জন্য রাতে উভয়পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিল। বিষয়টি রাতেই থানায় মীমাংসা হয়। এরপর তিনি বাড়ি ফেরেন। এর আধাঘণ্টা পরই তার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।
এয়ারপোর্ট অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, দু’পক্ষই থানায় আপস-মীমাংসার জন্য বসেছিল। সেই মীমাংসা সালিশে নিহত ব্যক্তির ছেলে যুবদল সদস্য পিন্টুও ছিলেন। তবে বিষয়টি থানাতেই মীমাংসা হয়েছে। যেই বড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে সেটি পড়েছে নগরীর শাহমখদুম থানা এলাকায়। শাহমখদুম থানা-পুলিশ ব্যবস্থা নিবে বলেও জানান ওসি।