উজ্জ্বল কুমার দাস, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।।
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ই) জানুয়ারি কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্বাবধানে অনুষ্ঠিত মেলায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ রায়হান হোসেন, আইসিটি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন রাসেল, কচুয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরণ পাইক, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মেলায় উপজেলাধীন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা,কলেজ সহ ৮টি স্টল বিজ্ঞান মেলায় অংশ গ্রহন করে। এদিন বিকালে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।