উজ্জ্বল কুমার দাস, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।।
কচুয়ায় ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার হয়েছে। ১৪ই জানুয়ারি কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের লড়ারকুল এলাকার মোঃ মোসলেম আলী শেখের ছেলে আলতাফ শেখ (৪৮), সাইফুল ইসলাম এর ছেলে মোঃ জাহিদ হানাদার (৪০), সেকেন্দার আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৩৮)।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করি। তাদের নামে একটি ডাকাতি মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে তাদের বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।