নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধা জেলার সদর থানা এলাকা হতে ১২৫ বোতল ফেন্সিডিল ও ২৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ১৪/০১/২০২৫ তারিখ আনুমানিক রাত ২৩.১০ ঘটিকার সময় র্যাব-১৩, সিপসি-৩,গাইবান্ধা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানাধীন ১০ নং ঘাগোয়া ইউনিয়ন এর অন্তর্গত দারিয়াপুর বাজারস্থ ’মেসার্স আনসার আলী ট্রেডার্স’ দোকানের সামনে গাইবান্ধা হতে সুন্দরগঞ্জ গামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে আসামির ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকোনো ১২৫ বোতল ফেনসিডিল ও ২৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ মশিউর রহমান, পিতা মোঃ জয়নাল আবেদী’ সাং-কুঠিপোড়াডাঙ্গা (৭ নং ওয়ার্ড), থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম'কে গ্রেফতার করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।