কুমিল্লায় বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল জব্ধ

আপলোড সময় : ১৫-০১-২০২৫ ১২:৩৩:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৫ ১২:৩৩:৪২ পূর্বাহ্ন




মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

 সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৪৫ লক্ষ ৮৯ হাজার ৬০ টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী, খারেরা ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে ঘাগুটিয়া, কসবা, চন্ডিদার ও মাদলা বিওপি বিভিন্ন সময়ে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫ লক্ষ ৮৯হাজার ৬০ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত কসমেটিক্স সামগ্রী ৭৭১ পিস, কিসমিস ২১ কেজি, গরু ০৯ টি, চকলেট ৬৩২৮ পিস, চিনি ৪,৭৫৭ কেজি, চুলের তেল ৪৪৯ বোতল, ডব্লিউপি পাপা কিটনাশক ৩৯৮ পিস, তালা ৯০৬ পিস, ফুচকা ৮৬ কেজি, বডি ওয়েল ১৮ বোতল, বাঁজি ৬৩,০০০ পিস, বাংলাদেশী রসুন ১১৭ কেজি, বাসমতি চাউল ২১৩ কেজি, মোটরসাইকেল ০১টি, সেমাই ৫১৬ প্যাকেট, হুইস্কি ১৯২ বোতল, বিয়ার ১১ বোতল, গাঁজা ০৫ কেজি এবং ইস্কফ সিরাপ ৫৫ বোতল। 

সুলতানপুর ব্যাটালিয়ন৷ (৬০ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্ণেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]