কুমিল্লা প্রতিনিধি।।
১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে- বাংলাদেশ আর কোন দিন স্বাধীন হতনা, আর ওই স্বাধীনতার সুফল ভোগ করল ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকেলে কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যদানকালে জাতীয় কমিটির সদস্য ও কুমিল্লা-৪ (দেবিদ্বার আসনের) ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী ওই বক্তব্য তুলে ধরেন।
তিনি আরো বলেন, স্বৈরাচার ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার আমাকে ২৮ টি মামলায় হয়রানী তরে, এমনকি তার চোখ ও হাত বেঁধে অপমান করার জন্য জিপের ত্রিপল খুলে প্রকাশ্যে জনসম্মূখে ঘুরিয়ে ছিলেন।
পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং যুবদল নেতা আব্দুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় কমিটির সদস্য ও কুমিল্লা-৪ (দেবীদ্বার আসনের) ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী, বিশেষ অতিথি ছিলেন, জাতীয় কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, বিএনপি নেতা নজরুল ইসলাম সরকার, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবীর আহমেদ খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান প্রমূখ।
সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী অসুস্থ্যতার কারনে বিকেল ৩টায় হেলিকপ্টারে এসে কর্মী সম্মেলনে যোগদান করেন। এদিকে বেলা ২ টা থেকে ফ্যাষ্টুন, ব্যানার, ব্যান্ড পার্টি নিয়ে “কুমিল্লা দেবিদ্বার মঞ্জুরুল আহসান মুন্সীর মাটি, ধানের শীষের ঘাটি” মিছিলে মিছিলে হাজার হাজার নেতা- কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় পুরো স্কুল মাঠ।