বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশনের কমিটি গঠন

আপলোড সময় : ১৫-০১-২০২৫ ১২:০৩:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৫ ১২:০৩:৩০ পূর্বাহ্ন



বিশেষ প্রতিনিধি:

বিএনপি'র কেন্দ্রীয় কার্যকরী সংসদের নির্বাহী সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সভাপতি প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের স্মৃতি রক্ষার্থে 'বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশন' গঠিত করা হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি ২০২৫ ইংরেজি ) বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে রায়েরকাঠি বীর মুক্তিযোদ্ধা নিবাসে এক সভায় 'বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশন' প্রতিষ্ঠা এবং একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রয়াত গাজী নুরুজ্জামান বাবুলের সহধর্মিণী আখতারা আরজু নিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে 'বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশন' প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বলা হয়, এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।

সভায় ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি এবং তিন সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আখতারা আরজু নিরু। ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয় গাজী আসাদুজ্জামান মাসুম, গাজী অহিদুজ্জামান লাভলু এবং গাজী তানজিয়া আক্তার।

নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী কামরুজ্জামান শুভ্র। কার্যকরী সদস্যরা হলেন মুনতাসির মামুন সাজু, এ. এইচ. এম. সাখাওয়াত উল্লাহ টিপু, নাসিমা আক্তার, তামান্না জামান, ডা. মেহেবুবা ফেরদৌসী মিথুন, ডা. পারনা কবীর, গোলাম মাওলা, এনামুল হক, এম. এ. জলিল, কে. এম. মনিরুল আলম সেলিম, মোঃ শাহজাহান শেখ এবং আল ইমরান মনু। উপদেষ্টা হিসেবে রয়েছেন এলিজা জামান, ওবায়দুল কবীর বাদল এবং নাজনীন আক্তার মনি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]