কচুয়ায় ওএমএস এর চাল বিতরণ শুরু

আপলোড সময় : ১৪-০১-২০২৫ ১১:৪৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৫ ১১:৪৭:৫৯ অপরাহ্ন


 
উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি :
কচুয়ায় খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) এর চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নাওশাদ। 
এ সময় উপস্থিত ছিলেন,খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা রিপন আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সৈয়দা সামিয়া আক্তার, প্রমুখ।

প্রতিদিন দুই হাজার কেজি করে দুটি পয়েন্টে প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। বিশেষ করে সরকারি ছুটি (শুক্র, শনি) বাদে মাসে  ২০ দিনের মতো এই চাল বিতরণ করা হবে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এটি চলমান থাকবে। ওএমএস কার্যক্রমের আওতায় দেশের ৪২২টি উপজেলায় ৩০ টাকা দরে এ চাল বিক্রি হবে। ওএমএস কার্যক্রমের আওতায় একজন লোক সপ্তাহে ৩০ টাকা দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবে। খাদ্য অধিদপ্তর কর্মকর্তা জানান, নতুন করে বরাদ্দ পেলে পরবর্তীতে এর মেয়াদ বৃদ্ধি করা হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]