রায়গঞ্জে সনাতন ধর্মসভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৬:০৫:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৬:০৫:৩০ অপরাহ্ন

 
মোঃ আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার :
 
সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছীতে মানব ধর্ম প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা মহাযোগী শ্রী শ্রী মৎ ক্ষেপা জীবানন্দ পরমহংসদেব মহারাজজীর ৪২ তম শুভ পদার্পণ তিথী উপলক্ষে সনাতন ধর্মসভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১৩ জানুয়ারি) উপজেলার নিমগাছীর পশ্চিম আটঘরিয়া শাখা সহজাশ্রম প্রাঙ্গনে দিনব্যাপী গীতাযজ্ঞ ও কর্মযোগ বিষয়ে সনাতন ধর্মসভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সনাতন ধর্মসভা ও কর্মী সম্মেলনে যতীন্দ্র নাথ মাহাতোর সভাপতিত্বে কুড়মালি ভাষার গবেষক উজ্জল কুমার মাহাতো ও রবীন্দ্র নাথ মাহাতোর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে গীতাশাস্ত্র ও মানব ধর্ম নিয়ে আলোচনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পাল। তিনি তার বক্তব্যে বেদ, উপনিষদ ও গীতার আলোকে ঈশ্বরের একত্বের মহিমা তুলে ধরেন। বিভিন্ন শ্লোকের মাধ্যমে তিনি দেখান যে, সনাতন হিন্দুধর্মে মানুষে - মানুষে কোনো ভেদাভেদ নেই। তিনি দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ, বৈষম্যহীন আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে সনাতন হিন্দুধর্মের নৈতিক শিক্ষা প্রচারের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন মানবতাই শ্রেষ্ট ধর্ম। জাতপাত ভুলে বিশ্ব মানবতার মঙ্গল হোক।
 
এসময় গীতাশাস্ত্র ও মানব ধর্ম নিয়ে আরো আলোচনা করেন নাটোর গুরুদাসপুরের আচার্য্য প্রবীর কুমার ব্রহ্মচারী, ধুনট জীবানন্দ মঠের সহকারী অধ্যক্ষ আচার্য্য নরেন্দ্র নাথ বসাক, টাঙ্গাইল সখিপুরের মানব ধর্ম প্রচারক সংঘের প্রচারক আচার্য্য সুভাষ চন্দ্র সরকার, কুড়িগ্রাম মানব ধর্ম প্রচারক সংঘের প্রচারক আচার্য্য জয়দেব কুমার সেন। এসময় উপস্থিত ছিলেন বনোয়ারী লাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুবাস চন্দ্র মাহাতো প্রমূখ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]