ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৫:৫১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৫:৫১:০৮ অপরাহ্ন



আশিকুর রহমান শান্ত, ভোলা 

সোমবার (১৩ই জানুয়ারি) সন্ধ্যায় ভোলা শহরের বিএফজি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজির সভাপতিত্বে ইন্ট্রাকো কোম্পানির সাথে অবৈধ গ্যাস চুক্তি বাতিলসহ ভোলার আবাসনে গ্যাস সংযোগ, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সমাজকর্মী সহ ভোলার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের নিয়ে ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার আবাসনে গ্যাস চাই আন্দোলন এবং ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ তাহের, ভোলা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোবাশ্বিরুল হক নাঈম, ভোলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, বাসদের ভোলা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান, ভোলার ঘরে ঘরে গ্যাস চাই দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, বাসস জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, ব-দ্বীপ ফোরাম ভোলা জেলা সভাপতি মোশাররফ হোসেন অমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সমন্বয়ক রাহিম ইসলাম, ছাত্র শিবিরের ভোলা শহর সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সমাজকর্মী, রাজনৈতিক দলের দায়িত্বশীল এবং বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আবৃত্তি শিল্পী তালহা তালুকদার বাঁধন। এসময় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সকলের রুহের মাগফেরাতের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]