নেছারাবাদের মিয়ারহাট বন্দরে পাহারাদারের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষনের অভিযোগ

আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৫:২১:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৫:২১:৪৬ অপরাহ্ন




নেছারাবাদ (স্বরূপকাঠি ) প্রতিনিধি :
গত সোমবার গভীর রাতে নেছারাবাদের মিয়ারহাট বন্দরে পথচারী এক গার্মেন্টসকর্মীকে একা পেয়ে বাজারের ৩জন পাহারাদারের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর ওই নারী রাতে টহল রত পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাহারাদার তিনজনকে ধরে থানায় নিয়ে যান। এ ঘটনায় থানায় তিনজনের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা হয়েছে। মহিলার সম্মানের কথা চিন্তা করে তার নাম উল্লেখ করা হয়নি। 

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঘটনার দিন গভীর রাতে ওই নারী ঢাকা থেকে নিজ বাড়ীর উদ্দেশে নেছারাবাদে আসেন। নেছারাবাদ বাসষ্ট্যান্ড থেকে খেয়াযোগে উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে মিয়ারহাট বন্দরে পৌঁছলে মো: তৈয়ব আলী মোল্লা (৬০), মো: সহিদুল ইসলাম (৩০) ও মো: সাইফুল ইসলাম (৫০) নামে তিনজন পাহারাদার মিলে ওই নারীকে ধরে জিজ্ঞাসাবাদের কথা বলে বাজারের দুইটি দোকানের আড়ালে নিয়ে যায়।

এসময়, তৈয়ব আলী অপর দুই পাহারাদারের সহযোগীতায় জোড়পূর্বক ওই নারীকে ধর্ষন করে। পরে সহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম ধর্ষনের চেষ্টা করলে নারীর ডাক চিৎকারে তারা সটকে পড়ে। ঘটনার পর ওই নারী বাজারে টহলরত পুলিশকে জানালে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বনি আমীন জানান, ওই নারী তার জবানবন্দিতে ধর্ষনের কথা বলেছে। ভুক্তভোগী মহিলা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]