পটুয়াখালীতে রাতের আঁধারে আগুনে পুড়লো ৯টি দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৫:১৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৫:১৮:৪৬ অপরাহ্ন
 
 
পটুয়াখালী প্রতিনিধি; মনজুর মোর্শেদ তুহিন 
 
পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের অফিসের হাট বাজারে মধ্যরাতে আগুনে পুরে ছাই হলো ৯টি দোকান। এতে প্রায় ১কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে আনুমানিক ধারণা করা হয়। 
 
সরজমিনে দেখা যায়, ১৩ জানুয়ারি (সোমবার) গভীর রাতে আগুনের সূত্রপাত ঘটে। বাজারের মধ্যে সারিবদ্ধ ৯টি দোকান পুরে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মুদি-মনোহরী, ফল, কনফেকশনারি, জ্বালানী গ্যস, চা-পান সহ বেশ কয়েক ধরনের ব্যবসা রয়েছে। এর আগে গত ১১ ও ১২ ই জানুয়ারি দুই রাতে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ১৩ টি দোকানপাটে হামলা চালায় এবং দোকানের মালামাল লন্ডভন্ড করে। হামলার পর বাজারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা নিজ বাড়িতে রাত্রি যাপন করে। হামলার একদিন পর কিভাবে আগুনের সূত্রপাত ঘটলো এ ব্যাপারে কিছু জানা যায়নি। 

ব্যবসায়ী ও বাজার কমিটির সভাপতি কামাল পারভেজ বলেন, আজকের অগ্নিকাণ্ড একটি পরিকল্পিত ঘটনা হতে পারে। ইউনিয়ন পরিষদ থেকে নিয়ন্ত্রিত বাজারে অবস্থিত সিসিটিভি ক্যামেরাগুলাও বিকল। 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]