মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজিত উপজেলা সভাকক্ষে এ বিজ্ঞান মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল।
উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, পুখুরী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন সাজু, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, সাহাপুর দাখিল মাদরাসার সুপারিনটেন্ট আব্দুল ওহাব প্রমুখ। জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি প্রদশনের স্টল বসিয়ে মেলাকে স্মৃদ্ধ করে তুলে। মেলায় মোট ১৬টি স্টল অংশ গ্রহণ করেন। এর মধ্যে কলেজ, মাদ্ধসঢ়;রাসা, মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেন। ০২ দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার আয়োজন করেন।