কটিয়াদীতে দুই মাদক কারবারি আটক

আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৪:৪৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৪:৪৫:০৮ অপরাহ্ন



এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে সাড়ে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের হামিদ মিয়ার ছেলে মো. রাশেদ খান (২১) এবং একই এলাকার সেলিম মিয়ার ছেলে জাকির মিয়া (২০)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কিছু মাদক কারবারি একটি যাত্রীবাহী বাসে গাঁজা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই তথ্যের ভিত্তিতে রবিবার রাতে কটিয়াদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দড়ি চড়িয়াকোনা মহল্লায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে তল্লাশি চৌকি স্থাপন করে অভিযান চালানো হয়। অভিযানে, একটি যাত্রীবাহী বাস থেকে ডিমের বক্সে রাখা ২৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৬২ হাজার টাকা।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটক আসামিদের বিরুদ্ধে কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এসআই সেলিম মিয়া দায়ের করেন।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]