অস্ত্র ও ডাকাতি মামলায় দীর্ঘদিন পলাতক আসামি বাহারুল সরদারকে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৪:৩৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৪:৩৮:১৮ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক

অস্ত্র ও ডাকাতি মামলায় মোট ১৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি বাহারুল সরদার’কে রাজধানীর সবুজবাগ থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল ১৩ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র‌্যাব-০৩ এর সহযোগীতায় রাজধানীর সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে জিআর ২৮/২০১১, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ; অস্ত্র মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ১২ বছরের সাজাপ্রাপ্ত এবং জিআর ২৭/২০১১, ধারা-৩৯৯ পেনাল কোড, ১৮৬০; ডাকাতি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ০৫ বছরের সাজাপ্রাপ্ত, অস্ত্র ও ডাকাতি মামলায় মোট ১৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মোঃ বাহারুল সরদার (২৯), পিতা- মোঃ আব্দুল খালেক সরদার ওরফে কালু সরর্দার, সাং- রাজাপুর, থানা- ভোলা সদর জেলা- ভোলাকে গ্রেফাতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দুইটি মামলার ১৭ বছেরর সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষনার পর থেকে ঢাকার সবুজবাগসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]