ঝালকাঠিতে দল থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইউনিয়ন আ'লীগ সম্পাদক

আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৪:০৮:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৪:০৮:৫৮ অপরাহ্ন

 

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল খান।

 

সোমবার (১৩ জানুয়ারী) রাতে ঝালকাঠি শহরের মহিলা কলেজের রোডে একটি বাসায় পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগ করা ওই আওয়ামী লীগ নেতার নাম উজ্জ্বল খান। তিনি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

 

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা উজ্জ্বল খান বলেন, আমি তিনবারের ইউপি সদস্য। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে তাদের সাথে মিলেমিশে কাজ চালাতে হয়েছে। একপর্যায়ে আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে মৌখিকভাবে ঘোষণা করা হয়। কিন্তু কোন কাগজপত্রের সাথে আমার নাম নাই। আজ থেকে আওয়ামী লীগের সকল কাজকর্ম থেকে এবং কোন পদের সাথে যুক্ত নাই। আমার পরিবারে আমার স্ত্রী, ছেলে, মেয়ে ও মা রয়েছে। আমি আগামীতে দলীয় কোন কমান্ডারের সাথে জড়িত থাকবো না। জনপ্রতিনিধি হিসেবে আমার এলাকার মানুষের সেবা করতে চাই।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]