এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালীতে ইনসাফ এগ্রো নামের একটি গরুর খামার থেকে অস্ত্রের মুখে কর্মচারীদের জিম্মি করে ২টি গরু লুটের ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের মারধরে পথচারীসহ ৪জন আহত হয়েছে। ১২জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে এই খামারে ডাকাতদল হানা দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ডাকাতদলের মারধরে খামারের নিরাপত্তা প্রহরী শাহ আলম, রাখাল মো.ইমরান হোসেন, পথচারী মুসা আলম ও শফিক ড্রাইভার আহত হয়েছেন।
খামারের স্বত্বাধিকারী মোমিন জানান, রাত ৩টার দিকে ডাকাত দলের দুই সদস্য সীমানা প্রাচীর টপকে খামারে প্রবেশ করে। নিরাপত্তা প্রহরী শাহ আলমকে প্রথমে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এরপর রাখাল ইমরানকে জিম্মি করে এবং ডাকাতদলের সদস্যরা খামারের চাবি নিয়ে গেইটের তালা খুলে প্রায় ৪ লাখ টাকার মূল্যের ২টি গরু লুট করে নিয়ে গেছে। এসময় তারা সিসিটিভি ক্যামেরাগুলোও খুলে নিয়ে যায়।
খামারে কর্মরত রাখাল. ইমরান হোসেন বলেন, সীমানা প্রাচীর টপকে ডাকাতরা খামারে ঢুকে অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে হাত-পা, মুখ ও চোখ বেঁধে ফেলে। এরপর আরও ২ জন পথচারীকে ধরে খামারে এনে মারধর করেছে।
প্রতিবেশিরা জানান, খামারের ডাকাত পড়ার খবরে আমার এগিয়ে গেলে তারা চোখে টর্চ মেরে অস্ত্র তাক করে ঘরে ঢুকে যেতে বলেন ডাকাতদলের সদস্যরা। তারা দশ মিনিটের মধ্যে ট্রাকে করে গরু নিয়ে চলে গেছে। ডাকাতদলে অন্তত ১৪-১৫ জন সদস্য ছিলো। তাদের গায়ে জ্যাকেট, পরনে প্যান্ট ও পায়ে বুট ছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.খায়রুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।