বাগেরহাটে ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বাদশা গ্রেফতার

আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০১:৩৮:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০১:৩৮:১৪ পূর্বাহ্ন


 
 
বাগেরহাট প্রতিনিধিঃ
 
বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাদশা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। চিতলমারী উপজেলার নালুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে বাদশা মিয়াকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
 
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদত হোসেন বলেন, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের ব্যবসায়ী শামীম শেখের কাছে চাদার দাবিতে ইউপি চেয়ারম্যান বাদশা মিয়ার নেতৃত্বে প্রকাশ্যে দিবালোকে বাড়িতে হামলা, ভাংচুর-লুটপাট ও বসতবাড়িতে অগ্নি সংযোগ করে। এঘটনায় থানায় মামলা হলেও সে দীর্ঘদিন পলাতক ছিল। এলাকায় ফিরে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নানুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
 
তিনি আরও বলেন, ৫ আগষ্ট হামলার ঘটনাসহ ঢাকার যাত্রাবাড়ি ও গাজিপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নারী নিযাতন, চাদাঁবাজি, হামলা–ভাংচুর ও লুটপাটসহ ১৪ মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত বাদশা মিয়া চিতলমারী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক।
 
এদিকে বাদশা মিয়ার গ্রেপ্তারের খবরে চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় মিস্টি বিতরণ করেছেন নির্যাতিত স্থানীয় বাসিন্দারা।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]