মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশকে মারধর ও মাদক সেবনের অপরাধে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
১৩ জানুয়ারি সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি আজিজুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পীরযাত্রাপুর গ্রামের মৃত.কানু মিয়া পুত্র মোঃ জয়দল হোসেন (৩২) কয়েক দিন ধরে পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদে গিয়ে বখাটে যুবক গ্রাম পুলিশকে মারধর করার পর হাত-পা কেটে ফেলার হুমকি প্রদান করেন। আহত ব্যক্তি গ্রাম পুলিশ খলিল ও ইউপি চেয়ারাম্যান আলহাজ্ব আবু তাহের উপজেলা ইউএনও সাহিদা আক্তারকে অবগত করেন। অভিযোগের পরে ইউএনও নির্দেশে বুড়িচং পুলিশের এস আই নূরুল ইসলাম-১ ও সঙ্গীয় ফোর্স অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করেন তাকে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে পকেট থেকে ইয়াবা সহ মাদক সেবনের আলামত উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত যুবক জয়দল হোসেনকে এক বছরের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পরিষদের অন্যান্য গ্রাম পুলিশের সদস্যরা আরো জানায়, বখাটে জয়দল হোসেন গত বছরের ২৪ ডিসেম্বর একই অপরাধে কারাদণ্ড ভোগ করে এসে মানুষের সাথে খারাপ আচারণ করেন এবং পরিষদের চেয়ারাম্যান সহ গ্রাম পুলিশকে হুমকি দিয়ে আসছিলো।
উপরোক্ত বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জয়দল হোসেনকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাজাপ্রাপ্ত আসামিকে বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।